বসুন্ধরা কিংস এএফসি চ্যালেঞ্জ লিগের ব্যর্থ মিশন শেষে ২ নভেম্বর দেশে ফিরেছে। বসুন্ধরা কিংস থেকে ১১ জন ফুটবলারকে জাতীয় দলে ডেকেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। মঙ্গলবার বিকালে বাংলাদেশের টিম হোটেলে ১১ ফুটবলার রিপোর্ট করেছেন।
বসুন্ধরা কিংস ভুটানে লেবানিজ ক্লাবের বিপক্ষে হেরেছিল ডিফেন্ডার সাদ উদ্দিনের আত্মঘাতী গোলে। আন্তর্জাতিক পর্যায়ে তার এমন ভুল নতুন কিছু নয়। সাম্প্রতিক সময়ে এত বড় ভুলের পরও আবার জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। নভেম্বরে হোমে মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই উপলক্ষে বাংলাদেশের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা প্রথম দফায় ১৬ জন ফুটবলার ডেকেছিলেন। ১ নভেম্বর থেকে অনুশীলন শুরু করেছেন ক্যাবরেরা। সেই স্কোয়াডে দুইজন গোলরক্ষক ছিলেন। নতুন ডাক পাওয়া ১১ জন ফুটবলারের মধ্যে রয়েছেন দুই গোলরক্ষক জিকো ও শ্রাবণ। ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড হলে একজন গোলরক্ষক বাদ পড়বেন। জাতীয় দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূইয়া এবার স্কোয়াডে নেই। পারিবারিক কারণে তিনি এবার ফিফা উইন্ডোতে খেলছেন না। তার ঘনিষ্ঠ সূত্রের খবর, শিগগিরই তিনি বাবা হতে যাচ্ছেন।
জাতীয় দলে ডাক পাওয়া কিংসের ১১ ফুটবলার হলেন- আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান শ্রাবণ, চন্দন রায়, সাদ উদ্দিন, তপু বর্মণ, রাব্বি হোসনে রাহুল, মজিবর রহমান জনি, সোহেল রানা, রাকিব হোসেন, শেখ মোরসালিন ও ফয়সাল আহমেদ ফাহিম।