রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃতু্য

ক্রীড়া ডেস্ক
  ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০
ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃতু্য

ফুটবল এমন একটি খেলা যেটি বৃষ্টির মধ্যেও খেলা যায়। ক্লাব কিংবা আন্তর্জাতিক, অনেক ম্যাচেই প্রবল বৃষ্টিতে ম্যাচ চালিয়ে যেতে দেখা যায়। তবে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তো বিপদ! যেমন বিপদ হলো পেরুর এক ফুটবল মাঠে। প্রবল বৃষ্টিতে মাঠের কয়েক জায়গায় পানি জমে যাওয়ায় রেফারির নির্দেশে মাঠ ছেড়ে উঠে যাচ্ছিলেন ফুটবলাররা। সে সময়ই বজ্রপাত। তাতে মৃতু্য হলো এক ফুটবলারের। মৃতু্যর সঙ্গে লড়ছেন একজন। আহত আরও তিনজন। রোববার এই ঘটনাটি ঘটেছে পেরুতে। সে দেশের ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে।

পেরুর দুই ক্লাব জুভেন্তুদ বেয়াভিস্তা এবং ফ্যামিলিয়া চোক্কার খেলা হচ্ছিল হুয়ানকায়ো শহরে। সমাজমাধ্যমের একটি পোস্ট থেকে জানা গেছে, ম্যাচের সময়ে বৃষ্টির কারণে মাঠের বিভিন্ন জায়গায় পানি জমে গিয়েছিল। বাধ্য হয়ে রেফারি দু'দলকে নির্দেশ দেন তখনকার মতো মাঠ ছেড়ে সাজঘরে ফিরে যেতে। ফুটবলাররা সাজঘরে ফেরার সময়ই বজ্রপাত হয় ফুটবলার হোসে হুগো দে লা ক্রুজ মেসার ওপর। তিনি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে পড়ে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে