প্রথমবার সাদা পোশাকের ক্রিকেট খেলতে নামার দিন আরও সুখবর পেলেন নিগার সুলতানা, নাহিদা আক্তাররা। ছেলেদের মতো মেয়েদের জন্যও ঘরোয়া ক্রিকেটের চুক্তি ও ম্যাচ জয়ের বোনাসের ঘোষণা দিল বিসিবি। একইসঙ্গে সবশেষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী দলের প্রত্যেক সদস্যের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণাও দিলেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ।
চলতি মাসের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ওই দলের ক্রিকেটার, কোচিং স্টাফসহ প্রত্যেক সদস্য ৩ লাখ টাকা করে পাবেন।
২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালে ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নারী ক্রিকেটারের সংখ্যা ১৮ জন। শনিবার বোর্ড সভায় এদের বাইরে আরও ত্রিশজনকে চলতি বছরের ১ নভেম্বর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত জাতীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়ার খবর জানান বিসিবি প্রধান।
'আমাদের মেয়েদের কেন্দ্রীয় চুক্তি একটা আছে আপনারা জানেন। এর সঙ্গে আরও ত্রিশ জন ক্রিকেটারকে, ছেলেদের যেমন জাতীয় লিগ যারা খেলে তাদের চুক্তি আছে, তেমনই ত্রিশজন মেয়ের জন্য একটা চুক্তি আনব আমরা।'
এসময় ম্যাচ জয়ের বোনাসও শুরুর ঘোষণাও দেন ফারুক,' ছেলেদের মতো মেয়েদের জন্যও উইনিং বোনাস চালু করেছি আমরা। যেটা নতুন জিনিস। র?্যাঙ্কিং অনুযায়ী ছেলেরা দলভেদে একেক অনুপাতে বোনাস পায়, একইভাবে মেয়েরাও বোনাস পাবে। টাকার অঙ্ক হয়তো একটু হেরফের হবে, তবে বোনাস পাবে।"
এছাড়া নিগার, নাহিদাদের পারিশ্রমিকও বাড়ানোর কথাও জানান বিসিবি সভাপতি। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন পারিশ্রমিকের অঙ্ক, চুক্তিভুক্ত ক্রিকেটারদের তালিকা ও জয়ের বোনাসের পরিমাণও জানায় বিসিবি। সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার টাকা মাসিক পারিশ্রমিকের 'এ' গ্রেডে আছেন ৪ জন। এছাড়া ১ লাখ টাকার 'বি' গ্রেডে ৬ জন, ৭০ হাজার টাকার 'সি' গ্রেডে ৪ জন ও ৬০ হাজার টাকা পারিশ্রমিকের 'ডি' গ্রেডে আছেন ৪ জন। 'এ' ও 'বি' গ্রেডে ২০ হাজার এবং 'সি' ও ডি গ্রেডে বাড়ানো হয়েছে ১০ হাজার টাকা করে।
জাতীয় চুক্তিভুক্ত ত্রিশ ক্রিকেটার: সালমা খাতুন, রুমানা আহমেদ, ইশমা তানজিম, ফারিহা ইসলাম, সুমাইয়া আক্তার, শারমিন সুলতানা, রুবাইয়া হায়দার, ফারজানা আক্তার, সুরাইয়া আজমিম, পূজা চক্রবর্তী, নিশিতা আক্তার, শম্পা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস, সাবিকুন নাহার, সানজিদা আক্তার, ফাতেমা জাহান, রেয়া আক্ত্র, মিষ্টি রানি, জান্নাতুল ফেরদৌস, আয়েশা আক্তার, ফুয়ারা বেগম, মোসাম্মত ঈভা, সুমাইয়া আক্তার, জান্নাতুল মাওয়া, দিপা খাতুন, আফিয়া আসিমা, উন্নতি আক্তার, তাজ নেহার, শরিফা খাতুন।
এছাড়া র?্যাঙ্কিংয়ের শীর্ষ তিন দলের বিপক্ষে ওয়ানডে ম্যাচ জিতলে ১ লাখ টাকা, ৪ থেকে ৬ নম্বরে মধ্যে থাকা দলের বিপক্ষে জিতলে ৭৫ হাজার টাকা ও ৭ থেকে ৯ নম্বরে থাকা দলের বিপক্ষে জিতলে ৫০ হাজার টাকা করে বোনাস পাবেন প্রত্যেক ক্রিকেটার। টি-টোয়েন্টিতে এই অঙ্ক যথাক্রমে ৫০ হাজার, ৩৫ হাজার ও ৩০ হাজার। এর সঙ্গে সিরিজ জিতলেও একই পরিমাণ টাকা বোনাস পাবেন তারা।