অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। দেশে ফিরে বিসিবি পরিচালকদের কাছ থেকে সংবর্ধনা পেয়েছিল আজিজুল হাকিম তামিমের দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা শিরোপা জয়ী দলকে ৫০ লাখ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দেন। শোনা যাচ্ছিল, বিসিবির কাছ থেকেও বোনাস পেতে যাচ্ছেন তারা। অবশেষে তাদের অপেক্ষা ফুরালো।
গত ৮ ডিসেম্বর যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছিল বাংলাদেশ। টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার বিসিবির বোর্ড মিটিং শেষে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ড সভাপতি ফারুক আহমেদ সেই ঘোষণা দেন। তিনি জানান, চ্যাম্পিয়ন দলের প্রত্যেক ক্রিকেটার ও কোচিং স্টাফ সদস্যদের ৩ লাখ টাকা করে প্রদান করবে বিসিবি।