সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

বিপিএলের উইকেট নিয়ে উচ্ছ্বসিত তানজিম সাকিব

ক্রীড়া প্রতিবেদক
  ১০ জানুয়ারি ২০২৫, ০০:০০
বিপিএলের উইকেট নিয়ে উচ্ছ্বসিত তানজিম সাকিব
বিপিএলের উইকেট নিয়ে উচ্ছ্বসিত তানজিম সাকিব

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন তানজিম হাসান সাকিব। নিজে ছন্দে থাকলেও দল হিসেবে ভালো করতে পারছে না তার দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পর সিলেটের উইকেট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে উইকেট নিয়ে সন্তুষ্টির কথা জানালেন এই পেসার। সাকিব বলেন,' আমার কাছে খুবই ভালো লাগছে যে আমরা ট্রম্ন উইকেটে খেলতেছি। ইভেন ঢাকাতেও আমরা ট্রম্ন উইকেটে খেলেছি। সিলেটে আসার পরেও ট্রম্ন উইকেট পেয়েছি এটা খুবই ভালো একটা দিক। কারণ উইকেট যত ভালো হবে বোলারদের কন্ট্রোল তত ভালো আসবে। এটা আমাদের স্কিলের লেভেলটা অনেক বাড়াবে। আমি খুবই এনজয় করছি বিপিএলটা।'

সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগে বাংলাদেশ দলের পেস ইউনিট নিয়ে যোগাযোগ বা কথা বলা নিয়ে তানজিব সাকিব বলেন,' আমরা যখনই একসাথে হই বা আমরা যখন জাতীয় দলে খেলি তখনও আমরা কথা বলার চেষ্টা করি। ইভেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও একে অপরের সাথে যখন দেখা হয় তখন কথা হয়। কারণ এখানে হয়তো একেক জন একেক টিমে খেলছে। কিন্তু দিন শেষে আমরা যখন জাতীয় দলে ব্যাক করব আমরা দেশের হয়ে খেলি। তো ওইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যারা আমরা আছি এখানে আমরা যোগাযোগ করছি যতটা বাড়ানো যায়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন। কারণ অনেক কোয়ালিটি ব্যাটসম্যান থাকে, উইকেটগুলো আরও ভালো থাকে, আউটফিল্ড আরও বেশি ফাস্ট থাকে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে