সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

আজাহারউদ্দিনের ক্যাচের রেকর্ড ভেঙে গর্বিত কোহলি

ক্রীড়া ডেস্ক
  ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আজাহারউদ্দিনের ক্যাচের রেকর্ড ভেঙে গর্বিত কোহলি

দুবাইতে পাকিস্তানের বিপক্ষে ভারতের ৬ উইকেটে জয়ের ম্যাচে দুটি ক্যাচ নেন বিরাট কোহলি। প্রথমটির মাধ্যমে ফিল্ডার হিসেবে ওয়ানডেতে ভারতের হয়ে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড এককভাবে নিজের করে নেন তিনি। পরেরটিতে আরও সমৃদ্ধ করেন নিজের কীর্তি। সময়ের অন্যতম সেরা ব্যাটার এই অর্জনকে দেখছেন ফিল্ডিংয়ে দেখানো নিবেদনের পুরস্কার হিসেবে।

রোববার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে কোহলি হন ম্যাচসেরা। এর আগে পাকিস্তানের ইনিংসের ৪৭তম ওভারে নাসিম শাহের এবং শেষ ওভারে খুশদিল শাহের ক্যাচ নেন তিনি। ২৯৬ ইনিংসে ফিল্ডিং করে তার ক্যাচের সংখ্যা এখন ১৫৮টি। তিনি টপকে গেছেন আহজারউদ্দিনকে। ভারতের সাবেক অধিনায়ক ৩৩২ ইনিংসে নিয়েছিলেন ১৫৬টি ক্যাচ। ২৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেন কোহলি। আজহারউদ্দিন ওয়ানডেতে শেষ ক্যাচটি নিয়েছিলেন ২০০০ সালে।

ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে নিজেকে উজাড় করে দেওয়া নিয়ে ম্যাচের পর কোহলি বলেন, ্তুআমার দায়িত্ব হলো আমার দক্ষতার ওপর মনোযোগ দেওয়া এবং দলের জন্য যতটা সম্ভব ভূমিকা রাখতে পারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে