ওয়ান ব্যাংক পিএলসি ৭ই ফেব্রম্নয়ারি চট্টগ্রামের এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে, চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদেরকে নিয়ে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। ওয়ান ব্যাংক পিএলসি তার জন্মলগ্ন থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কল্যাণমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করে আসছে। অনুষ্ঠানে ওয়ান ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ. এস. এম. শহীদুলস্নাহ্ খানসহ ব্যাংকের পরিচালক ও স্বতন্ত্র পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাব্বির আহমেদ। ওয়ান ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ. এস. এম. শহীদুলস্নাহ্ খান আগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্যে বলেন ব্যাংকের এই উদ্যোগ একদিকে যেমন বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের শিক্ষা অধিকার নিশ্চিত করবে তেমনি তারা তাদের অর্জিত জ্ঞান, শিক্ষা ও নৈতিকতা দিয়ে সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, কোম্পানি সচিব ও মানবসম্পদ বিভাগের প্রধান জন সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক সাঈদ এইচ. চৌধুরী. সতন্ত্র পরিচালকবৃন্দ নৌবাহিনীর সাবেক প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, মো. আজিজুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ লিগ্যাল অফিসার এবং রিকভারী বিভাগের প্রধান মোহা. আনোয়ারুল ইসলামসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীসহ গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি