শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর এজেন্ট ব্যাংকিং বিভাগের সহায়তায় ব্যাংকের ট্রেনিং একাডেমিতে গত ২৩ ফেব্রম্নয়ারি প্রায় ১০০ জন এজেন্টের উপস্থিতিতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। দেশের প্রত্যন্ত জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনয়নের লক্ষ্যে এবং উন্নয়নের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানমুখী ও শিল্পভিত্তিক অর্থনীতির দেশ গড়ে তোলার লক্ষ্যে সম্ভাব্য উদ্যোক্তাদের মাঝে সহজশর্তে এসএমই, কৃষি, রিটেইল ও ক্রেডিট কার্ড সংক্রান্ত বিনিয়োগ প্রাপ্তির সুযোগ ও আর্থিক স্বাক্ষরতা নিশ্চিতকল্পে ব্যাংকের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগের প্রধান মোহাম্মদ আশফাকুল হক, এফসিএ, এফসিএস, এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মোঃ আবদুর রহিম, আইটি বিভাগের প্রধান ও সিটিও মিসেস খন্দকার বেদুরা মাহবুব, রিটেইল বিনিয়োগের প্রধান এস.এম. মহিউদ্দিন এবং মোটিভেশনাল স্পিকার ও সফল উদ্যোক্তা আসিফ ইকবাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান (চলতি দায়িত্বে) মোঃ মাসুদুর রহমান। বিজ্ঞপ্তি