মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২

চাটখিল প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  ২৫ ডিসেম্বর ২০২০, ১৭:৫৯
চাটখিল প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন
চাটখিল প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন

নোয়াখালী জেলার চাটখিল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা শুক্রবার সকালে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব হোসেন বুলু ক্লাবের বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন। এতে সদস্যগণ উন্নয়ন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২০২১-২০২২ সালের জন্য মো. হাবিবুর রহমানকে (দৈনিক সংবাদ) সভাপতি ও শোয়েব হোসেন বুলুকে (দৈনিক ইত্তেফাক) সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সহ- সভাপতি মো. রফিক উল্যাহ খোকন (দি বাংলাদেশ টুডে), সহ-সাধারন সম্পাদক গুলজার হোসেন সৈকত (দৈনিক নয়া দিগন্ত), অর্থ সম্পাদক জসিম মাহমুদ (দৈনিক আমাদের নতুন সময়), দপ্তর সম্পাদক আশেকে এলাহী (দৈনিক সংগ্রাম)।

সদস্যগণ হলেন, সৈয়দ মুশফিকুর রহমান (দৈনিক লাখোকণ্ঠ), আবদুল কাদের ছিদ্দিকী মিলন (দৈনিক কৃষাণ), মুক্তার হোসেন মুক্তা (দৈনিক ভোরের ডাক), আনোয়ারুল হায়দার (দৈনিক সমকাল) এবং মামুন হোসেন (দৈনিক মানবজমিন)।

যাযাদি/এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে