নাটোরের নলডাঙ্গা উপজেলা শাখার স্বাধীনতা শিক্ষক পরিষদের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শহীদ নজমুল হক সরকারী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আয়ুব আলীকে সভাপতি ও আমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফকরুদ্দিন ফুটুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজের হলরুমে অধ্যাপক এস এম ফিরোজের সভাপতিত্বে কমিটি গঠন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও স্বাধীনতা শিক্ষক পরিষদের নাটোর জেলা শাখার সভাপতি মোহাম্মদ তুগলিক।
সভায় আরও বক্তব্য রাখেন, রহমত ইকবাল অনার্স কলেজের অধ্যক্ষ ও স্বাশিপের নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক মুনছুর রহমান মুকুল, স্বাশিপের জেলা সাংগঠনিক সম্পাদক আ, ন, ম ফরিদুজ্জামান, জেলা শাখার দপ্তর সম্পাদক গোলাম মাসুদ, নলডাঙ্গার শেখপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা আরা, নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, চাঁদপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাহমুদুর রহমান প্রমুখ।
যাযাদি/ এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd