মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

টঙ্গিবাড়ীতে পূর্ব শক্রতার জের ধরে মারধর, আহত ১

টঙ্গিবাড়ী(মুন্সীগঞ্জ)প্রতিনিধি
  ২৮ জুলাই ২০২১, ১২:১৮
টঙ্গিবাড়ীতে পূর্ব শক্রতার জের ধরে মারধর, আহত ১
টঙ্গিবাড়ীতে পূর্ব শক্রতার জের ধরে মারধর, আহত ১

টঙ্গিবাড়ীতে পূর্ব শক্রতার জের যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত নূর মোহাম্মদ শেখকে (৩৫) টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় আহত নূর মোহাম্মদ শেখ বাদী হয়ে মঙ্গলবার দুপুর ২টায় জামাল শেখ,মো.শান্ত,শাকিল শেখ,সাব্বির শেখ ও হ্যাপী আক্তারকে আসামি করে অভিযোগ করেন।

জানা গেছে, মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের ভাগুনিয়া গ্রামের মৃত মঙ্গল শেখের ছেলে নূর মোহাম্মদ শেখকে রবিবার রাত ৯টার সময় বাড়ির রাস্তার সামনে পাশের বাড়ির জামাল শেখ গংরা পূর্ব শক্রতার জের ধরে অকথ্য ভাসায় গালিগালাজ করে। নূর মোহাম্মদ শেখ প্রতিবাদ করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে কিল,ঘুসি ও কাঠের ডাসা দিয়ে পিটিয়ে আহত করে। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়।

টঙ্গিবাড়ী থানা ওসি হারুন অর রশিদ জানান, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে