মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

বাউফলে মাদকসহ যুবক গ্রেপ্তার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
  ১৯ মে ২০২৫, ১৯:০৬
বাউফলে মাদকসহ যুবক গ্রেপ্তার
প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফলে ১০ বোতল মদসহ হাসান মল্লিক (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ মে) সকাল ৬টায় নুরাইনপুর লঞ্চঘাটে অবস্থান নেওয়া এমভি ঈগল লঞ্চ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

হাসান কালাইয়া ইউনিয়নের বাসিন্দা সোনা মল্লিকের ছেলে।

1

জানা গেছে, ঢাকা থেকে কালাইয়াগামী যাত্রীবাহী এমভি ঈগল-৫ নামের লঞ্চটি সোমবার সকাল ৬টার দিকে নুরাইনপুর লঞ্চঘাটে ভিড়ে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই নুরাইনপুর লঞ্চঘাটে অবস্থান নেওয়া পুলিশের একটি দল লঞ্চে তল্লাশি চালিয়ে হাসানের কাছ থেকে ১০ বোতল দেশীয় মদ উদ্ধার এবং তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে বাউফল থানার উপ-পুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমান বলেন, হাসানকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে