রোহিঙ্গা শরণার্থী সংকটে ক্ষতিগ্রস্ত কক্সবাজার জেলার ১২ হাজারেরও বেশি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কাতার চ্যারিটি।
কক্সবাজার সদর, রামু, ঈদগাও, উখিয়া ও টেকনাফ উপজেলার নয়টি পয়েন্ট থেকে চলতি মাসে নিত্যপ্রয়োজনীয় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহায়তা প্রদানকারী
ক্রমবর্ধমান এই চ্যালেঞ্জ মোকাবেলার অংশ হিসেবে কাতার চ্যারিটি খাদ্য সহায়তা কর্মসূচি গ্রহন করেছে। এসব কর্মসূচিতে অংশ নিয়ে স্থানীয় সরকারের প্রতিনিধিরা কাতার চ্যারিটির উদ্যোগের প্রশংসা করেছেন।
প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে সুবিধাভোগীরাও কাতার চ্যারিটিকে ধন্যবাদ জানান।