মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

কক্সবাজারে রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্ত  মানুষের মাঝে কাতার চ্যারিটির খাদ্য সামগ্রী বিতরণ

যাযাদি ডেস্ক
  ১৯ মে ২০২৫, ১৯:১৬
কক্সবাজারে রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্ত  মানুষের মাঝে কাতার চ্যারিটির খাদ্য সামগ্রী বিতরণ
কক্সবাজার জেলায় কাতার চ্যারিটির খাদ্য সামগ্রী বিতরণ 

রোহিঙ্গা শরণার্থী সংকটে ক্ষতিগ্রস্ত কক্সবাজার জেলার ১২ হাজারেরও বেশি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কাতার চ্যারিটি।

1

কক্সবাজার সদর, রামু, ঈদগাও, উখিয়া ও টেকনাফ উপজেলার নয়টি পয়েন্ট থেকে চলতি মাসে নিত্যপ্রয়োজনীয় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহায়তা প্রদানকারী

কক্সবাজারের স্থানীয় লোকজন নিজেরাই ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। এর মধ্যে রয়েছে পরিবেশগত অবক্ষয়, বন উজাড়, ভূমিধস, পানির ঘাটতি, জমি, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মতো সম্পদের জন্য ক্রমবর্ধমান প্রতিযোগিতা। এই চাপ কেবল স্থানীয় অবকাঠামোকেই চাপের মুখে ফেলেনি বরং শরণার্থী এবং বাসিন্দাদের মধ্যে সামাজিক উদ্বেগও বাড়িয়েছে।

ক্রমবর্ধমান এই চ্যালেঞ্জ মোকাবেলার অংশ হিসেবে কাতার চ্যারিটি খাদ্য সহায়তা কর্মসূচি গ্রহন করেছে। এসব কর্মসূচিতে অংশ নিয়ে স্থানীয় সরকারের প্রতিনিধিরা কাতার চ্যারিটির উদ্যোগের প্রশংসা করেছেন।

প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে সুবিধাভোগীরাও কাতার চ্যারিটিকে ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে