মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

কেন্দুয়ায় ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
  ১৯ মে ২০২৫, ২০:২১
আপডেট  : ১৯ মে ২০২৫, ২২:১৩
কেন্দুয়ায় ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
ছবি: প্রতিকী

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগের তৌহিদ (২০) নামে একজনকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ ।

সোমবার (১৯ মে) ভিকটিমের মা বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলা দায়ের করলে এ গ্রেফতার করা হয় ।

1

অভিযোগ সূত্রে জানা যায়, ভিকটিম কিশোরী স্থানীয় একটি হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী ।

সে স্কুলে যাওয়া-আসার সময় প্রায়ই প্রেমের প্রস্তাবসহ উত্যক্ত ও বিরক্ত করতো নওপাড়া ইউনিয়নের ধনাচাপুর গ্রামের মোঃ সাইদুর রহমানের ছেলে বিবাদী তৌহিদ (২০) ।

সর্বশেষ গত ১৭ মে সকালে উপজেলার আশুজিয়া ইউনিয়নের নন্দিখিলা গ্রাম থেকে নওপাড়া ইউনিয়নের ধনাচাপুর গ্রামে বেড়াতে গিয়েছিল ওই কিশোরী।

একই দিনে সন্ধ্যা সাড়ে সাতটায় মণিহারী দোকানে সদাই করতে গেলে মৃত ছদ্দু মিয়ার বাড়ির পাশে আকাশী গাছের বাগানের সামনে যাওয়ার সাথে সাথে পূর্ব পরিকল্পিতভাবে তাঁর পথরোধ করে হাত ধরে টানা হেচড়ার মাধ্যমে বাগানের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে । তখন তাঁর ডাক চিৎকার ও চেঁচামেচিতে বাড়ির আশেপাশের লোকজন দৌঁড়ে এসে তাঁকে উদ্ধার করে বাড়ি নিয়া যাওয়া হয় ।

এ বিষয়ে কেন্দুয়া সার্কেল / সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা গ্রেফতার নিশ্চিত করে মুঠোফোনে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাঁকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে