সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

লোহাগাড়ার কলাউজানে প্রখ্যাত আলেমেদ্বীন মাওঃ ইউছুপের ইন্তেকাল

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৭ জুলাই ২০২৫, ১২:১৩
লোহাগাড়ার কলাউজানে প্রখ্যাত আলেমেদ্বীন মাওঃ ইউছুপের ইন্তেকাল
আলহাজ্ব  মাওলানা মুহাম্মদ ইউছুপ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন কলাউজান শাহ্ রশিদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইউছুপ ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিনি দীর্ঘদিন অসুস্থতা জনিত কারণে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিগত সপ্তাহ দুইয়েক আগে তার গলায় অপারেশন হয়। অপারেশন উত্তর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জুলাই শনিবার সকালে তাঁর অবস্থা আশংকা জনক হয়ে দুপুর নাগাদ তিনি ইন্তেকাল করেন বলে পারিবারিক সুত্রে জানা যায়।

পরদিন ৬ জুলাই রবিবার সকাল ১১ টায় পূর্ব কলাউজান নয়াহাট ডাঃ এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ,হাজারো আলেম- ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতি তে তাঁর মেঝে ছেলে মাওলানা আবু দাউদ ইমামতি করেন। জানাযা শেষে পূব কলাউজান মসজিদে আত্ তাওহীদের পার্শে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

ইন্তেকালের সময় তিনি ৫ কন্যা, ৩ পুত্র, স্ত্রী, নাতি - নাতনি ও অসংখ্য ভক্তকূল রেখে গেছেন।

মাওলানা মুহাম্মদ ইউছুপ উপজেলার একজন প্রখ্যাত আলেমেদ্বীন ও ওয়ায়েজ ছিলেন। তিনি দীর্ঘ অনেক বছর যাবৎ কলাউজান শাহ্ রশিদিয়া মাদ্রাসায় খেদমতের সুবাধে অসংখ্য ছাত্রদের শিক্ষাদান করেন।

পাশাপাশি উপজেলার বিভিন্ন মসজিদে খতীব হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি উপজেলার গ্রামে- গঞ্জের মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রায় প্রতিটি মাহফিলে কোরআন হাদিসের আলোচনা পেশ করে মানুষকে হেদায়েতের পথে দাওয়াত দিতেন। তাঁর তিরোধানে জাতি একজন প্রখ্যাত আলেমকে হারাল,হারাল দ্বীনের দায়ী। মরহুমের মৃত্যুতে বেশ ক,টি মাদ্রাসা,মসজিদ, সামাজিক, রাজনৈতিক ব্যাক্তি ও সংগঠন শোক প্রকাশ করতে দেখা যায়।

এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাবেক আমির ও চট্টগ্রাম- ১৫ তথা (লোহাগাড়া - সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি শোক প্রকাশ করেছেন।

প্রবিণ ওস্তাদ মাওলানা মুহাম্মদ ইউছুপ যেন কলাউজান তথা লোহাগাড়া উপজেলার দ্বীনের একটি উজ্জ্বল নক্ষত্র। হাজারো ছাত্রদের হৃদয়ে তাঁর নাম স্বর্নাক্ষরে লিখা থাকবে।

কায়মানু বাক্যে সকলের প্রার্থনা মহান আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান করে রাখুন আমিন। পরিবারের সকলকে ধৈর্য্য দান করুন আমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে