‘ক্ষমতা কুক্ষিগত করে রাখতে গিয়ে আওয়ামী লীগ আজ বিলুপ্তির পথে পৌঁছেছে’—এ মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, "এক সময় যেসব লোভ, লালসা, দুঃশাসন, দুর্নীতি, জুলুম, খুন, গুম ও লুটপাটের রাজনীতি করে টিকে ছিল আওয়ামী লীগ—আজ তা ধসে পড়েছে। এখন যদি বলা হয় আওয়ামী লীগের সদস্য হতে কারা আগ্রহী, একজন লোকও পাওয়া যাবে না।"
রোববার (৬ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুন মাহমুদ বলেন, "তারেক রহমানকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। আমরা চাই এমন বাংলাদেশ, যেখানে আর কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না, কোনো দুর্নীতিবাজ কিংবা গডফাদারের উত্থান ঘটবে না।"
তিনি আরও বলেন, "আমরা ১৯৭১ সালে পাকিস্তানি শাসকদের হটিয়েছিলাম, ১৯৯০ সালে দেশের স্বৈরাচারী শক্তিকে পরাজিত করেছি। এবার ২০২৪ সালে গণতন্ত্র হত্যার প্রতীক ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।"
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সরল জীবনাচার তুলে ধরে তিনি বলেন, “জিয়াউর রহমান সেনাপ্রধান ও রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু মৃত্যুর পর তার পরিবারের জন্য কিছুই রেখে যেতে পারেননি। খালেদা জিয়াও তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, অথচ তার নিজের ঢাকায় কোনো বাড়ি নেই। তারেক রহমান দেশে ফিরছেন, তার থাকার জন্য এখন ভাড়া বাড়ি খোঁজা হচ্ছে। অথচ আওয়ামী লীগের অনেক নেতাদের দেশ ও বিদেশে অঢেল সম্পদ, বাড়ি ও গাড়ি রয়েছে।”
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ‘মিষ্টি মিষ্টি লড়াই’ চলছে উল্লেখ করে মামুন মাহমুদ বলেন, “দেশে এখনো গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। মানুষের ভোটাধিকার আদায় হয়নি। আমাদের লড়াই চলছে, কার বিরুদ্ধে তা বলা কঠিন, তবে এটা সত্য যে যুদ্ধ চলছে।”
এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম মাহমুদুল হক আলমগীরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জহির চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা মহিলা দলের সভানেত্রী রেহেনা শরীফ মায়া, বিএনপি নেতা একরামুল কবীর মামুন, নাদিম হাসান মিঠু প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, প্রচার সম্পাদক মামুনুর রশীদ, জেলা মহিলা দলের সহ-সভাপতি রোজিনা আক্তার, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মণ্ডল, যুবদল নেতা মনির হোসেন, খায়রুল আলম জসিমসহ স্থানীয় নেতাকর্মীরা।