রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি গণিত

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
  ০৯ মার্চ ২০১৯, ০০:০০
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি গণিত
প্রক্রিয়া প্রতীক

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য গণিত থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

চতুর্থ অধ্যায়

১। সংখ্যা প্রতীক কয়টি ও কী কী?

উত্তর : ১০টি। যথা : ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০

২। প্রক্রিয়া প্রতীক কয়টি ও কী কী?

উত্তর : ৪টি। যথা : যোগ, বিয়োগ, গুণ ও ভাগ

৩। সম্পর্ক প্রতীক কয়টি?

উত্তর : ৮টি

৪। সম্পর্ক প্রতীকগুলো লিখ।

উত্তর : >, <, ্ভ্র, ক্ত, =, জ্ঞ,,

৫। অজানা সংখ্যা নির্দেশ করতে কোন প্রতীক ব্যবহার করা হয়?

উত্তর : অক্ষর প্রতীক

৬। বন্ধনী প্রতীকগুলো লিখ।

উত্তর : (), {}, [ ]

৭। বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীক সংবলিত গাণিতিক বাক্যকে কী বলে?

উত্তর : খোলা বাক্য

৮। গণিতবিষয়ক এমন কোনো উক্তি যা সুনির্দিষ্ট করে সত্য না মিথ্যা বলা যায় তাকে কী বলে?

উত্তর : গাণিতিক বাক্য

৯। (ক ক্ম ৩) + ৫ = ২০ উক্তিটি কথায় লিখ।

উত্তর : কোনো সংখ্যাকে তিন দ্বারা গুণ করে গুণফলের সাথে ৫ যোগ করলে যোগফল ২০ হবে।

১০। ৩ ক্ম ক < ২০ এ ক্ষেত্রে 'ক' এর কোন মানের জন্য উক্তিটি সত্য?

উত্তর : ১, ২, ৩, ৪, ৫, ৬

১১। ৯ ক্ম খ ্ভ্র ৬০ হলে 'খ' -এর মান কত?

উত্তর : ১, ২, ৩, ৪, ৫, ৬

১২। ক ক্ম ৮ + ২০ - ৮ = ১০৮ এখানে 'ক' এর মান কত?

উত্তর : ১২

১৩। তোমার মামা বাড়ির তিনটি আম গাছ হতে ১০টি করে আম পেড়ে তোমাদের ৬ ভাই-বোনের মধ্যে সমান ভাগে ভাগ করে নিল। এর সমাধান প্রক্রিয়া কী হবে?

উত্তর : (৩ ক্ম ১০) গু ৬

১৪। ১৫ + < ১০ + ১৫ গাণিতিক বাক্যটিকে সঠিক বাক্যে পরিণত করতে খালি ঘরে সবচেয়ে কোন বৃহত্তম সংখ্যা বসবে?

উত্তর : ৯

১৫। তিনটি আম গাছের প্রত্যেকটি থেকে ৮টি করে আম পেড়ে ৪ বন্ধু সমানভাবে ভাগ করে নিল। প্রত্যেকে কয়টি করে আম পাবে - তা বের করার জন্য সমাধান প্রক্রিয়া কী হবে?

উত্তর : (৩ ক্ম ৮) গু ৪

১৬। (ক গু ৫) ক্ম ৪ = ৮০ গু (৫ ক্ম ৪) খোলা বাক্যটিতে 'ক' এর মান কত?

উত্তর : ৫

১৭। অজানা সংখ্যা ক থেকে ১৮ বিয়োগ করলে ১২ হয়। এর সঠিক প্রকাশ কী হবে?

উত্তর : ক - ১৮ = ১২

১৮। ৩ ক্ম ক + ২ = ১৪ হলে ক এর মান কত?

উত্তর : ৪

১৯। এবং কে সম্পর্ক প্রতীক দিয়ে লিখ।

উত্তর : >

পঞ্চম অধ্যায়

১। গ.সা.গু.-এর পূর্ণরূপ লিখ।

উত্তর : গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে