সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্ট থেকে আ'লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
  ১১ মে ২০২৫, ১৩:৫৯
ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্ট থেকে আ'লীগ নেতা গ্রেপ্তার
প্রতীকী ছবি

ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ নেতা গোলাম মতুর্জা। গোলাম মর্তুজা (৭২) জেলার জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে।

আজ রবিবার (১১ মে) সকাল সাড়ে ১০টায় দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে দর্শনা থানা হেফাজতে পাঠায়।

গোলাম মর্তুজা ২০১৯-২০২৪ সাল পর্যন্ত জীবননগর উপজেলার আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ছিলেন।

২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

গ্রেপ্তার গোলাম মর্তুজার বিরুদ্ধে দর্শনা থানার এফ আই আর নাম্বার ০৯, তারিখ-২৭.০৮.২০২৪ খ্রিষ্টাব্দ।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

যাযাদি/এল

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে