logo
বুধবার, ০৮ জুলাই ২০২০, ২৪ আষাঢ় ১৪২৬

  যাযাদি ডেস্ক   ০১ জুলাই ২০২০, ০০:০০  

হাতিয়ায় নৌকা ডুবে নিহত ১

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় একটি মাছ ধরার নৌকা (ফিশিং বোট) ডুবির ঘটনা ঘটেছে। এতে একজনের মরদেহ ও ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং সোহাগ (১৩) নামে এক কিশোর নিখোঁজ রয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আমতলী বাজার-সংলগ্ন নদী থেকে বেচন (২৩) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার রাতে হাতিয়ার নিঝুম দ্বীপ থেকে ১২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ক্যাডার চর-সংলগ্ন ওই মোহনায় নৌকাডুবির ঘটনা ঘটে। নিহত বেচন একই উপজেলার জাহাজমারা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের গোলাম মাওলার ছেলে। নিখোঁজ মো. সোহাগ (১৩) একই ইউনিয়নের আমতলী গ্রামের জেলে মো. আবদুর জাবেরের ছেলে। হাতিয়া থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে