সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০
walton

সৈয়দপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  ০৫ জুন ২০২৩, ১২:৪৮
আপডেট  : ০৫ জুন ২০২৩, ১২:৫৮

নীলফামারীর সৈয়দপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে উপজেলা পরিষদের হলরুমে সোমবার (০৫ জুন) দিনব্যাপী উপজেলার সকল মাদ্রাসা, মাধ্যমিক স্কুল ও কলেজ এবং কারিগরি বিজ্ঞান কলেজের সুপার, প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঐকান্তিক নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগীতায় ৩শ’ শিক্ষা প্রতিষ্ঠানের ১৫হাজার শিক্ষার্থীর মাঝে ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র আওতায় অনুষ্ঠিত এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন।

বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মকর্তারা উদ্বুদ্ধকরণ এ কর্মশালা পরিচালনা করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে