সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

রমজানে কদর বেড়েছে বাঙির

এস আর এ হান্নান, মহম্মদপুর (মাগুরা)
  ২৪ মার্চ ২০২৩, ১৫:৪৩
রমজানে কদর বেড়েছে বাঙির
রমজানে কদর বেড়েছে বাঙির

রমজানের শুরতেই বাজারে উঠতে শুরু করেছে গ্রীস্মের সুস্বাদু ফল ‘বাঙি’। চৈত্রের এই খরতাপে পবিত্র রমজান মাসের রোজা শুরু হওয়ায় মৌসুমি এই ফলের কদরও বেড়েছে। রোজাদাররা বিভিন্ন ফলের পাশাপাঁশি বাঙিও কিনছেন। শুক্রবার প্রথম রোজার দিনে মাগুরার মহম্মদপুর সদর বাজার থেকে ছবিটি তোলা।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে