বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাউজান পৌরসভার বর্জ্য কেনার হাট

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৪ মে ২০২৩, ১১:১৪

ময়লা আবর্জনামুক্ত পরবেশবান্ধব শহর গড়ার রাউজান পৌরসভা ব্যতিক্রমী দেশের অন্যান্য পৌরসভার জন্য এখন অনুকরণীয়। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের পক্ষে এক প্রজ্ঞাপনে এমন বার্তা দিয়েছে এই কৌশল অনুসরণের জন্য।

গত প্রায় দেড় বছর থেকে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ নগদ টাকায় পঁচন অপঁচনশীল বর্জ্য কিনে নিচ্ছেন এলাকার টোকাই শ্রেনীর মানুষের কাছ থেকে।প্রতি বস্তার দাম দিচ্ছেন প্রকার ভেদে দুই শত টাকা করে। এসব বর্জ্য প্রক্রিয়াজাত করে তৈরী করা হচ্ছে মাছ, মুরগির খাদ্য, পরিবেশ বান্ধব প্লাস্টিকের জিনিসপত্র।

রাউজান পৌরসভার ময়লা আবর্জনা কেনার হাটে গিয়ে বিভিন্ন সময় উপস্থিত হন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।

তিনি নিজের হাতে টাকা দিয়ে বর্জ্য কিনেন পথ শিশুদের কাজ থেকে। মেয়ের জমির উদ্দিন পারভেজ বলেছেন একাজের অনুপ্রেরণা এবিএম ফজলে করিম চৌধুরীর কাছ থেকে পাওয়া। পৌরসভার এই কর্মসূচি পরিচ্ছন্ন শহর গড়ার পাশাপাশি গরীর জনগোষ্ঠীর আর্থিক সচ্ছলতা এনে দিয়েছে।

মেয়র প্রতি বৃহস্পতি ও রোববার হাট বসিয়ে বর্জ্য কিনে নেয়া কর্মসূচি চলমান রাখা হবে জানান।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে