মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ছাত্রশিবিরের সংগীতে মডেলিং, ঢাবি ছাত্রদল নেতাকে স্থায়ী বহিষ্কার

ঢাবি প্রতিনিধি
  ৩০ জুন ২০২৫, ২২:১৬
ছাত্রশিবিরের সংগীতে মডেলিং, ঢাবি ছাত্রদল নেতাকে স্থায়ী বহিষ্কার
ঢাবি ছাত্রদল নেতা শরীফ উদ্দিন সরকার

সাত বছর আগে ইসলামী ছাত্রশিবিরের ‘পদ্মা মেঘনা যমুনার তীরে’ সংগীতের মডেলিংয়ে অংশ নেওয়ার দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের এক নেতাকে স্থায়ী বহিষ্কার করেছে কেন্দ্রীয় সংসদ।

আজ সোমবার (৩০ জুন) বিকেলে দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বহিষ্কার হওয়া ওই নেতার নাম শরীফ উদ্দিন সরকার। তিনি ঢাবি শাখা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক পদে ছিলেন।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের ১নং যুগ্ম সম্পাদক ছিলেন। শরীফ ঢাবির ২০১৭-১৮ সেশনের আরবী বিভাগের শিক্ষার্থী ছিলেন।

জানতে চাইলে শরীফ উদ্দিন সরকার জানান, বহিষ্কারের বিষয়টি তিনি অবগত হয়েছেন। তবে কেন বহিষ্কার করা হয়েছে তিনি জানেন না।

ছাত্রশিবিরের সম্পৃক্ততার বিষয়ে তিনি জানান, ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে ছাত্রশিবিরের একটি থিম সংয়ের শুটিংয়ে কাজ করেছিলেন তিনি। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর ছাত্রশিবিরের কোনো কাজের সঙ্গে সম্পৃত্ততা ছিলেন না।

তিনি বলেন, ৫ আগস্টের আগে বিগত সব আন্দোলনে ছাত্রদলের হয়ে অংশ নিয়েছিলাম আমি। এসব আন্দোলনে রিক্স থাকা সত্বেও আমি অংশ নিয়েছে। তাছাড়া সর্বশেষ জুলাই আন্দোলনেও সক্রিয়ভাবে ছাত্রদলের হয়ে অংশ নিয়েছি।

এদিকে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ধর্ম বিষয়ক সম্পাদক শরীফ উদ্দিন সরকারকে প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো ।

‘‘ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।’’

২০১৮ সালে প্রকাশিত ‘পদ্মা মেঘনা যমুনার তীরে’ সংগীতটি বর্তমানে ইউটিউবে আছে। প্রায় ৫ মিনিটের সংগীতটির শুরুর ২৩ সেকেন্ড পর ৬ যুবককে একটি মসজিদে মডেলিংয়ে অংশ নিতে দেখা যায়। এতে শরীফ সাদা ফরমাল শার্টে ওই মডেলিংয়ে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে