বিদ্যুতে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটারে ৭৫ পয়সা বাড়াল সরকার। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এই মূল্যবৃদ্ধি ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে।
বিদ্যুতে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা বেড়েছে। এছাড়া কলকারখানায় ব্যবহৃত ক্যাপটিভ বিদ্যুতের গ্যাসের দামও প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা বাড়িয়েছে সরকার ৷
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এই মূল্যবৃদ্ধি ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে।
বর্তমানে বিদ্যুতে ব্যবহৃত প্রতি ইউনিট গ্যাসের দাম ১৪ টাকা এবং ক্যাপটিভে ৩০ টাকা ৷ এর ফলে বিদ্যুতের উৎপাদন খরচ বাড়বে ৷
তবে বাসাবাড়ি ও পরিবহনের গ্যাসের দাম বাড়েনি।
যাযাদি/এসএস