বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ভারতের শেয়ার বাজারে ভয়াবহ ধস

যাযাদি ডেস্ক
  ০৭ মে ২০২৫, ১১:৪৯
ভারতের শেয়ার বাজারে ভয়াবহ ধস
ছবি: সংগৃহীত

পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের সামরিক অভিযানের পরেই ভারতের প্রধান শেয়ারবাজার সূচকগুলো বুধবার সকালে ভয়াবহ পতন দিয়ে লেনদেন শুরু করেছে।

সেনসেক্স প্রাথমিক পর্যায়ে প্রায় ৮০০ পয়েন্ট এবং নিফটি ১৫০ পয়েন্ট হারায়। যদিও বাজার খোলার কয়েক মিনিটের মধ্যেই কিছুটা ক্ষতি পুষিয়ে নেয়। নেতিবাচক লেনদেন হয়েছে মিডিয়া, ভোক্তাপণ্য এবং ফার্মাসিউটিক্যাল খাতে।

ইতিবাচক প্রবণতায় রয়েছে অটো স্টক ও ব্যাংকিং খাত। শুধু সামরিক উত্তেজনাই নয়, বাজারে এই ওঠানামার পেছনে রয়েছে মঙ্গলবার সন্ধ্যায় ভারতের সঙ্গে যুক্তরাজ্যের সই করা একটি বাণিজ্য চুক্তির খবরও।

এই চুক্তির মাধ্যমে বৈশ্বিক শুল্ক অনিশ্চয়তার মধ্যেও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের আশা করা হচ্ছে।

অন্যদিকে, বৃহত্তর এশীয় বাজারগুলো বুধবার সবুজ সংকেত দিয়ে লেনদেন করছে, যা ভারতীয় বাজারের বিপরীত চিত্র। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে