বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

‘আগুন নিয়ে খেলছে’ ভারত : হিনা রব্বানী খার

যাযাদি ডেস্ক
  ০৭ মে ২০২৫, ১৪:৫৮
‘আগুন নিয়ে খেলছে’ ভারত : হিনা রব্বানী খার
পাকিস্তানের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার

ভারত “আগুন নিয়ে খেলছে” বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার।

এছাড়া ভারতের এই হামলাকে তিনি “অযৌক্তিক, ভিত্তিহীন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন” হিসেবেও বর্ণনা করেছেন।

বুধবার (৭ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, পারমাণবিক শক্তিধর আরেকটি রাষ্ট্রের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভারত যেন “আগুন নিয়ে খেলা করছে” বলে পাকিস্তানের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন।

তিনি বলেন, “ভারতের এই পদক্ষেপ প্রমাণ করে যে— তারা নিজেদের বিচারক, জুরি ও শাস্তিদাতা হিসেবে ভাবছে।

তারা পারমাণবিক শক্তিধর আরেকটি রাষ্ট্রের ভেতরে ক্ষেপণাস্ত্র ছুঁড়তে দ্বিধা করছে না, কারণ মনে করছে যে কোনও ফল ভোগ না করেই পার পেয়ে যাবে।”

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার জানান, পাকিস্তান বহুবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ভারতের আগ্রাসন নিয়ে সতর্ক করেছিল।

তিনি বলেন, “সতর্কতার সব লক্ষণই স্পষ্ট ছিল, আর এখন ভারত সেটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।”

কাতারের রাজধানী দোহার বিমানবন্দর থেকে আল জাজিরার সঙ্গে কথা বলেন তিনি।

ভারতীয় হামলার কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটায় তিনি পাকিস্তানে ফিরতে পারছিলেন না।

মধ্যরাতে চালানো ভারতের এই হামলাকে তিনি “অযৌক্তিক, ভিত্তিহীন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন” হিসেবেও বর্ণনা করেন।

এদিকে ভারত পাকিস্তানের অভ্যন্তরে একাধিক হামলা চালানোর পর পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেছেন, সমস্ত ভারতীয় বিমান তাদের আকাশসীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে।

পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্রের মতে, কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বর্তমানে তীব্র গুলি বিনিময় চলছে।

তিনি আরও নিশ্চিত করেছেন, পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) সমস্ত বিমান নিরাপদ রয়েছে।

এদিকে পাকিস্তানের বেশ কয়েকটি নিরাপত্তা সূত্র জিও নিউজকে জানিয়েছে, পাকিস্তানের হামলায় ভূপাতিত ভারতীয় বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল ফাইটার জেট, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০ যুদ্ধবিমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে