জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক মো. রাফিজ আলী খানের বাবা মো. মোকসেদ আলী খান (৮৬) মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১০টা ২০মিনিটে রাজশাহীর মেহেরচণ্ডীতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তার। মৃত্যুকালে ২ ছেলে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
বাদ আসর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
যাযাদি/সাইফুল