হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) হিসাব শাখার উপপরিচালক ইমতিয়াজ জুবায়ের সজীবকে (৩৬) ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।
এ বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান কালবেলাকে বলেন, মাদকদ্রব্য গ্রহণের খবর পেয়ে আমরা বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান চালাই। এ সময় একটি গ্যারেজ থেকে চারজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন হাবিপ্রবির হিসাব শাখার উপপরিচালক আছেন। আজকে সকালে তাদেরকে কোর্টে চালান করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী সজীবের পিতা আতাহার আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কিভাবে গ্রেফতার হয়েছে এ বিষয়ে বিস্তারিত এখনও আমাদের জানা নেই। পুলিশ মাদক সেবন মামলায় গ্রেফতার করলেও মাদক উদ্ধারের কথা উল্লেখ করেনি বলে শুনেছি। মামলার এজাহার হাতে পেলে নিশ্চিত হয়ে বিস্তারিত বলতে পারবো এ বিষয়ে। আমরা আইনজীবী ঠিক করেছি। আইনি প্রক্রিয়াতেই বিষয়টির সত্যতা বের হবে বলে আশা করছি।
যাযাদি/ এমএস