রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

চবিতে ‘মানসিক স্বাস্থ্য ও সুস্থতাথ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চবি প্রতিনিধি
  ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৬
চবিতে ‘মানসিক স্বাস্থ্য ও সুস্থতাথ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ছবি: যায়যায়দিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের মানসিক চাপ, হতাশার মতো চরম সংকট মোকাবিলা ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 'স্কুল অব হ্যাপিনেস' এর উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।

সেমিনারে সংগঠনের সদস্য তানভীর সরকার ও ইসরাত জাহান মুন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন স্কুল অব হ্যাপিনেসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাকিব আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। এছাড়াও সিনিয়র সাইকোলজিস্ট মারুফ হোসেন মিশুক, টাইটেল স্পন্সর 'স্কুল অল্টারনেটিভ' চিপ এক্সিকিউটিভ অফিসার শাহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

স্কুল অব হ্যাপিনেসের প্রতিষ্ঠাতা সাকিব আহমেদ বলেন, গত এক দশকে প্রায় ১৮ জনেরও অধিক শিক্ষক-শিক্ষার্থী আত্মহত্যার পথ বেঁচে নেয়। মনোবিজ্ঞান বিভাগের সর্বশেষ সমীক্ষা মতে প্রায় ৫৩.৩ শতাংশ শিক্ষার্থী হতাশাগ্রস্ত। মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার এবং সবার সুস্থ, সুখী জীবন প্রতিপাদ্য কে সামনে রেখে আমাদের যাত্রা।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মেডিকেল সেন্টারে ‘মেন্টাল হেলথ কান্সেলিং সেন্টারথ প্রতিষ্ঠা করেছে। তবে মেন্টাল হেলথ কান্সেলিং সেন্টার আরও আগে থেকে প্রতিষ্ঠা করা দরকার ছিল। যেহেতু আমার শিক্ষার্থীরা মানসিক স্বাস্থ্য ও সুস্থতা রাখার জন্য উদ্যোগ নিয়েছে আমরা সবাই মিলে সহযোগিতা করবো। যাতে আমাদের সবাইকে ভালো রাখার এ মহৎ উদ্যোগ সফলভাবে দীর্ঘসময় পরিচালনা করতে পারে।

চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, বিশ্ববিদ্যালয়ের বতর্মান প্রশাসন শিক্ষার্থীদেরকে একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে মনোনিবেশ করতে ক্যাম্পাসে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করেছে। যার ফলে স্কুল অব হ্যাপিনেসের মতো এতো চমৎকার উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। আমি সকল কিছুর উর্ধ্বে মানসিক স্বাস্থ্য ও সুস্থতাকে গুরুত্ব দিয়ে থাকি। আমরা কাউন্সেলিং সেন্টার চালু করে শিক্ষার্থীদের ফ্রি সেবা প্রদান করেছি। শিক্ষার্থীরা যদি ভালো কাজের সাথে এনগেইজড থাকে তাহলে হতাশায় ভূগবে না। আপনারা চাকুরীর পিছনে না দৌঁড়ে আত্মনির্ভশীল হয়ে সমৃদ্ধ মানুষ হিসেবে নিজেদেরকে তৈরি করুন। মানসিক স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং সেন্টারে সেবা নিবেন।

উল্লেখ্য, ‘স্কুল অব হ্যাপিনেস: মেন্টাল হেলথ ফাউন্ডেশনথ একটি মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সংগঠন। এটি ২০২৪ সালের ২৫ ডিসেম্বর ৮ জন শিক্ষার্থীর প্রচেষ্টায় প্রতিষ্ঠা লাভ করে। এর মূল প্রতিষ্ঠাতা চবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব আহমেদ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে