মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

শাবিতে ”হাল্ট প্রাইজ সাস্ট” এর ফাইনাল অনুষ্ঠিত

শাবি প্রতিনিধি
  ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৪
শাবিতে ”হাল্ট প্রাইজ সাস্ট” এর ফাইনাল অনুষ্ঠিত
ছবি: যায়যায়দিন

মর্যাদাপূর্ণ বৈশ্বিক প্রতিযোগিতা ”হাল্ট প্রাইজ” এর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ২০২৫ সেশনের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইকোনোভা। এছাড়া ১ম ও ২য় রানার আপ হয়েছে টিম এফোর্ট পেন্ডিং ও নিউরোলার্ন। হাল্ট প্রাইজ সাস্টের মিড়িয়া পার্টনার হিসেবে ছিলো দৈনিক যায়যায়দিন।

গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

পুরস্কার বিতরণি অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনের এবং হাল্ট প্রাইজ সাস্টের উপদেষ্টা অধ্যাপক ড. আবুল মুকিদ মোহাম্মদ মোকাদ্দেস উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।

হাল্ট প্রাইজ সাস্টের পরিচালক এহসান হাবিব বলেন, ৩ ফেব্রুয়ারি হাল্ট প্রাইজ সাস্ট টিম রেজিস্ট্রেশনের জন্য আবেদন গ্রহণ করা শুরু করে এবং অভূতপূর্ব সাড়া পায়। পূর্বের সকল রেকর্ড ভেঙে এবার ১২০টিরও বেশি টিম অ্যাবস্ট্রাক্ট রাউন্ডের জন্য আবেদন করে। বিচারকদের যাচাই-বাছাই এর পর ২১টি টিম সেমিফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয় যা অনলাইনে অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে ২৪ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হয়। ইভেন্টটি তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। টিম ইকোনোভা জাতীয় পর্যায়ে শাবির প্রতিনিধিত্ব করার প্রস্তুতি নিচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন হাল্টের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, এসআর ড্রিম আইটির প্রতিনিধি রায়হান আহমেদ, শায়েক আহমেদ এবং ওয়াসিকা রহমান পারিশা।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে