শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ধর্ষকের বিচারের দাবিতে খুবিতে মধ্যরাতে বিক্ষোভ 

খুলনা প্রতিনিধি
  ০৯ মার্চ ২০২৫, ১২:৫৮
ধর্ষকের বিচারের দাবিতে খুবিতে মধ্যরাতে বিক্ষোভ 
ছবি: যায়যায়দিন

মধ্যরাতে বিক্ষোভে নেমেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন জায়গায় সংঘঠিত ধর্ষণের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে এ বিক্ষোভ করেছে। বিশেষ করে মাগুরায় ৮ বছরের আসিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে তারা মিছিল করেন।

রোববার (৯ মার্চ) রাত ২ টা ৩০ এর দিকে বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের আবাসিক শিক্ষার্থীরা বাইরে বেরিয়ে আসেন। তাদের সাথে একাত্মতা ঘোষণা করে খান বাহাদুর আহসানউল্লাহ হল। বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হলের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর ও হল প্রদক্ষিণ করে হাদি চত্বরে জড়ো হয় ।

এ সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’. ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাই নাই’, ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’, একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে কবর দে’, ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

ফরেস্ট্রি এন্ড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী ফারদিন আহমেদ দিপন বলেন, “ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি এই জাতি কোনো দিন দেখেনি। এই দেশের ধর্ষকরা ধরেই নিয়েছে তাদের কখনো শাস্তি হবে না। আমরা চাই একটা ধর্ষকও যেনো আর বাংলার মাটিতে মুক্ত না থাকে। আমরা এই নরপশুদের সর্বোচ্চ শাস্তি চাই । ধর্ষকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে আমরা পুরো খুলনা শহর জুড়ে আরো বড় কর্মসূচির ডাক দিব।”

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে