মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ডাকসু নিয়ে গড়িমসি করছে ঢাবি প্রশাসন: বাগছাস

ঢাবি প্রতিনিধি
  ১১ মার্চ ২০২৫, ১৯:০৩
ডাকসু নিয়ে গড়িমসি করছে ঢাবি প্রশাসন: বাগছাস
ছবি: যায়যায়দিন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গড়িমসি করছে বলে মনে করছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)।

মঙ্গলবার (১১ মার্চ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসেছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেছিলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারির মধ্যে ডাকসু নির্বাচন দেয়ার কথা। কিন্তু এখন আমরা এটা নিয়ে গড়িমসি দেখতে পাচ্ছি। সময় ঘোষণা দিয়ে পরে পেছানোর বিষয়ে কিছু জানাতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বাকের বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রসংগঠনগুলোকে সহযোগিতা করছে। তারা যতটা না চায় ছাত্রসংগঠনগুলো শক্তিশালী হোক তার থেকে বেশি চায় ছাত্রসংসদগুলো বেশি শক্তিশালী হোক।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রশ্ন রেখে বাকের বলেন, ডাকসুর রোডম্যাপ কেন আসছে না? এত দেরি হওয়ার সদুত্তর আমরা চাই। সংবাদ সম্মেলনে ডাকসুর পাশাপাশি দেশের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন দেয়ার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনের পর আগামী ২০ মার্চের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও এপ্রিলের ২য় সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা করার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি প্রদান করে গণতান্ত্রিক ছাত্রসংসদ।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান, ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের প্রমুখ।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে