টিভি নাটক নির্মাণে স্বকীয়তা ও স্বতন্ত্রতার স্বাক্ষর রাখায় বেস্ট ড্রামা ডিরেক্টর হিসাবে আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ-২০২৫ (এজেএফবি) এ শ্রেষ্ঠ নাট্য নির্মাতা অ্যাওয়ার্ড পেয়েছেন নাজনীন হাসান খান।
সম্প্রতি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
সংগঠনটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রদান করে এজেএফ বি স্টার অ্যাওয়ার্ড ২০২৫। বিশেষ সম্মাননা প্রদানের পাশাপাশি এই অ্যাওয়ার্ড প্রদান শিল্পের বিভিন্ন মাধ্যমের গুণী ও প্রতিভাবান শিল্পীদের মূল্যায়ন করা হয়।
নাজনীন হাসান খান নির্মিত উল্লেখযোগ্য টিভি নাটক ও টেলিফিল্মের মধ্যে রয়েছে বিশিষ্ট চিন্তাবিদ, দারোগা বউ জামাই আসামী, ভেজাল কাদের, আলো-আন্ধার, মায়ের ইচ্ছা, নীল শুভ্র, গণক, ভুঁড়ির অহংকার সহ আরো অনেক নাটক ও টেলিফিল্ম। নাটক ও টেলিফিল্মগুলো ইতোমধ্যে যেমন বিভিন্ন স্বনামধন্য টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে তেমনি প্রচার পরবর্তী ইউটিউবে প্রচারণায় ভিউ অনেক।
নাটক নির্মাতার পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজক সমিতির একজন সদস্য। বিগত সময়ে বাভাসি'র মতো আন্তর্জাতিক চলচ্চিত্র বোর্ডের একজন সম্মানিত জুরি হিসাবে নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন।
বিশ্বের অসংখ্য দেশ ভ্রমণকালে তিনি সামাজিক এবং দাতব্য সেবাকার্যে যুক্ত হয়ে নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোক সংগীত, আধুনিক সংগীতসহ নানামাত্রিক সংগীত পরিবেশন করেছেন।
এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৫ প্রার্থীর অনুভূতি প্রকাশ করতে যেয়ে নাজনীন হাসান খান বললেন, ‘টিভি নাটক নির্মানের দার্শনিক এবং ব্যবহারিক দিকটা আমার মধ্যে এসেছে হুমায়ূন আহমদের কাজ স্বচক্ষে দেখার মধ্যে দিয়ে। ফলে সব সময়ই আমার মনে হয়েছে হাসি-কান্না, গ্রহণ-বর্জন, বিগত-স্বাগত যে দৃশ্যকল্পে যে দৃশ্যায়নেরই উপস্থাপনা করি না কেন মূলকথা একটা সমাজ-সংসারমুখী বার্তা যেন থাকে আমার নির্মাণে আর সেটাই সবসময় আমার নতুন নির্মাণের তাড়না। ফলে আজকে যখন আমার বিগত কাজের মূল্যায়নে আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ আমাকে এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করলো বেস্ট ড্রামা ডিরেক্টর হিসাবে, তখন সেটা একাধারে আমাকে সামনে আরও বেশি নির্মাণ করার তাড়না, পাশাপাশি ব্যক্তিগত পরিশ্রমের জায়গা থেকে বিষয়টি আমার জন্যে আনন্দের এবং তৃপ্তির।’