বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার সৌন্দর্য্য ও বোল্ডনেসে সবাই ফিদা। খুব কম মানুষই আছেন যারা তাকে পছন্দ করেন না। একটি বড় সংখ্যক ভক্ত রয়েছে অভিনেত্রীর। তিনি নিজের মনের অত্যন্ত ছোট হোক বা বড় সব কথাই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। প্রিয়াংকা সর্বত্রই তার স্বামীর সঙ্গে নিজের সম্পর্কের রসায়ন তুলে ধরেন সবার সঙ্গে।
এইবার আরও একবার ব্যক্তিগত কথা শেয়ার করলেন অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কথা বললেন। একটি সাক্ষাৎকারে প্রিয়াংকা জানিয়েছেন তিনি ১১ সন্তানের জননী হতে চান। তার লক্ষ্য একটি ক্রিকেট দল গড়ার।
সান্ডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন তার ফ্যামিলি প্ল্যানিং-এর বিষয়ে জানতে চাওয়া হলেই পাওয়া গিয়েছে এই উত্তর, এমনটাই খবর।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd