শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বাসায় কি মানবে?

যাযাদি ডেস্ক
  ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৪
বাসায় কি মানবে?
বাসায় কি মানবে?

আসছে ভালোবাসা দিবসে রাত ৮টায় হিয়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে রোমান্টিক কমেডি নাটক ‘বাসায় কি মানবে?’। অনামিকা মণ্ডলের রচনা ও রাইসুল তমালের পরিচালনায় রাজধানীর উত্তরা ও ধানমন্ডির বিভিন্ন লোকেশনে গত ডিসেম্বরে নাটকটির শুটিং হয়।

নাটকে জোভান ও তাসনিয়া ফারিন জুটি ছাড়াও অভিনয় করেছেন শামীমা নাজনিন, ফখরুল বাশার মাসুম, তন্নি আশরাফ, শাফিজ মামুন ও শর্মি শারমিন প্রমুখ।

দুজন চাকরিজীবী প্রেমিক-প্রেমিকার নিজেদের প্রেমের সম্পর্কটিকে বিয়ে অব্দী নেওয়ার যে স্ট্রাগল, সেটাই ফুটে উঠেছে নাটকটির চিত্রনাট্যে। দুটি পরিবারের অভিভাবকদের রাজি করানোর নানা টিপস বা মজার মজার কলাকৌশল খুঁজে পাবেন দর্শকেরা। পরিচালক রাইসুল তমাল নাটকটিকে ফ্যামিলি ড্রামা বলে আখ্যায়িত করেছেন। তিনি আশা করছেন, নাটকটি দেখে দর্শকরা বেশ মজা পাবেন।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে