মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

বিকিনিতে বেবি বাম্প প্রদর্শন করলেন লিসা

যাযাদি ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩২
বিকিনিতে বেবি বাম্প প্রদর্শন করলেন লিসা
বিকিনিতে বেবি বাম্প প্রদর্শন করলেন লিসা

তৃতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন লিসা হেইডন। হংকংয়ে ভ্রমণের সময় বিকিনিতে বেবি বাম্প প্রদর্শন করে ছবি পোস্ট করেছেন তিনি। তাকে দেখে মনে হচ্ছে, তিনি দীর্ঘসময় পর ভ্রমণে বেরিয়েছেন। ল্যানটোউ দ্বীপপুঞ্জে কালো বিকিনি পরে পানিতে উপভোগ করছেন লিসা।

ভালোবাসা দিবসে দুই ছেলে জ্যাক এবং লিও’র সঙ্গে শিবির ভ্রমণে গিয়েছিলেন লিসা। তার কিছুদিন আগে একটি ভিডিও দিয়ে নিজের গর্ভাবস্থা ঘোষণা করেছিলেন তিনি। সেসময় লিসার ছেলে জ্যাক বলেছিলেন যে, তারা বোন আশা করে।

লিসা হেইডন দীর্ঘদিন ধরে হংকংয়ে রয়েছেন। তিনি বলেছিলেন, ‘আমরা শুরু থেকেই হংকংয়ে পুরোপুরি লকডাউনে ছিলাম না, এমন একটি দেশ যা ইতিমধ্যে সার্সের মধ্য দিয়ে জীবন যাপন করেছে এবং জানে যে কীভাবে এটি মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তবে গর্ভবতী হওয়ার কারণে আমরা নিজেকে লক করে রেখেছিলাম। আমি নিশ্চিত করেছিলাম যে সবাই স্যানিটাইজ করছে, বাড়ির বাইরে তাদের পোশাক পরিবর্তন করছে এবং সমস্ত কিছু আবার ধুয়ে নিচ্ছে।’ সূত্র- বলিউড লাইফ

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে