খোঁজ মিলল হুবুহু সানি লিওনের। মিকা সিংয়ের মিউজিক ভিডিওতে প্রথম দেখা মেলে সানির মতোই দেখতে আবীরা সিংয়ের। সেই আবীরার ছবিই এবার ভাইরাল হতে শুরু করেছে সোশাল মিডিয়ায়। জানা যাচ্ছে, মিকা সিংয়ের যে মিউজিক ভিডিওতে আবীরা সিংকে দেখা যায়, সেখানে প্রথম সানি লিওনের শুটের কথা ছিল।
কিন্তু সানির হাতে পর্যাপ্ত সময় ছিল না। সেই কারণে তার জায়গায় নেওয়া হয় আবীরাকে। মিকার মিউজিক ভিডিওতে আবীরা প্রকাশ্যে আসার পরপরই তাকে নিয়ে শুরু হয়ে যায় জোর চর্চা। আবীরার ইনস্টাগ্রাম হ্যান্ডেল লক্ষ্য করলেও দেখা যাবে, সানি লিওনের মতো সাজপোশাকেই ছবি শেয়ার করেন তিনি।
এর আগে জখম নামে একটি পঞ্জাবি মিউজিক ভিডিওতে দেখা যায় আবীরা সিংকে। মিকার মিউজিক ভিডিওতে তিনি ছবি প্রকাশ্যে আসতেই, তাকে সানি লিওনের কপি বলে ডাকতে শুরু করেন নেট জনতা। সম্প্রতি ঐশরিয়া রাই বচ্চনের মতোই দেখতে পাকিস্তানি আমনা ইমরানকে নিয়ে জোর শোরগোল শুরু হয়। পাকিস্তানি আমনা ইমরানের ছবি নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়ে যায় জোর চর্চা।
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd