তামিল ভাষার ‘লাভ টুডে’ সিনেমা হিন্দি রিমেক হচ্ছে। আর এতে জুটি বাঁধবেন জুনায়েদ-খুশি। তামিল ভাষার সিনেমাটি পরিচালনা করেন প্রদীপ। হিন্দি রিমেকের বিষয়টি এ নির্মাতাও নিশ্চিত করেছেন। তবে জুনায়েদ কিংবা খুশি এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।
আমির খান ও রিনা দত্ত দম্পতির বড় ছেলে জুনায়েদ খান। ‘মহারাজ’ শিরোনামে একটি বলিউড সিনেমায় অভিনয় করেছেন। সবকিছু ঠিক থাকলে এ সিনেমার মাধ্যমে বলিপাড়ায় অভিষেক ঘটবে তার।
এদিকে, নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জুনায়েদ। আর এ সিনেমায় প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর ছোট কন্যা খুশি কাপুরের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।
খুশি কাপুরের ঘনিষ্ঠ একজন সংবাদমাধ্যমটিকে বলেন, ‘জুনায়েদ ও খুশি তাদের চরিত্র খুব পছন্দ করেছেন। তারা মনে করছেন, এটি তাদের জন্য অনেক বড় একটি প্রস্তাব। আমরা শুনেছি, তারা ‘হ্যাঁ’ বলতে সময় নেননি।’
যাযাদি/ এস