শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

ঈদে আসছে সালমা-শাহাদাতের ‘চোখ ফেরে না’ 

যাযাদি ডেস্ক
  ০৪ এপ্রিল ২০২৪, ১২:২২
ছবি-যায়যায়দিন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ আর এন্টারটেইনমেন্ট বিডি’র ইউটিউব চ্যানেল থেকে আসছে কণ্ঠশিল্পী সালমা ও শাহাদাতের কণ্ঠে চমৎকার রোমান্টিক ডুয়েট গান ‘চোখ ফিরে না’। গানটির গীতিকথা লিখেছেন বর্তমান সময়ের জনপ্রিয় গীতিকার নূরে আলম মামুন, সুর করেছেন শাহাদাত নিজেই। সঙ্গীত আয়োজন করেছেন শ্যামল দ্বীপ বিজন। গানটি প্রযোজনা করছেন আজিম উদ্দিন।

গানটির সম্পর্কে সালমা বলেন, চমৎকার একটি রোমান্টিক গানের কাজ করলাম। গীতিকার নূরে আলম মামুন অসাধারণ লিখেছেন। সেই সঙ্গে শাহাদাত দারুণ একটি সুর করেছেন। বিজন দাদার সঙ্গীত আয়োজনে আশা করি, গানটি সঙ্গীত প্রেমীদের খুবই ভালো লাগবে।

শিল্পী শাহাদাত বলেন, ‘সালমা আপুর সঙ্গে গান করব এটা আমার দীর্ঘদিনের প্রত্যাশা, আমার যে প্রিয় মানুষ সালমা আপু তার প্রিয় শিল্পী। নূরে আলম মামুন ভাইয়ের চমৎকার লেখায় আমার সুরে বিজন দাদার মিউজিকে খুবই ভালো লাগার মতো একটি গান হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি এ আর এন্টারটেইনমেন্ট বিডির কর্ণধার আজিম উদ্দিন ভাইকে।

আমাদের এই গানটি প্রডিউস করার জন্য এবং এ গানটি দিয়েই এ আর এন্টারটেইনমেন্ট-এর যাত্রা শুরু হবে। আশা করি, সবাই আমাদের পাশে থাকবেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে