মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

নারীবাদ পারিবারিক বন্ধন নষ্ট করছে : নোরা ফাতেহি 

যাযাদি ডেস্ক
  ১২ এপ্রিল ২০২৪, ২২:১২
ফাইল ছবি

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ইদানিং এমন এমন মন্তব্য করছেন যা তার চরিত্রের সঙ্গে যায় না। এমন কি তিনি যাদের সঙ্গে কাজ করেন তাদের মতের বিরুদ্ধে। সম্প্রতি সময়ে বলেছেন তিনি আল্লাহকে ভয় করেন এমন ছেলেকে বিয়ে করবেন। তার এই কথার অর্থ তিনি কোনো মুসলিম ছেলেকে বিয়ে করবেন। আজ বললেন সমাজকে নারীবাদ ধ্বংস করে দিচ্ছে। এর অর্থ দাঁড়ায় তিনি পুরুষের ওপর নারীদের খবরদারি পছন্দ করেন না।

জানা যায়, মেধা থাকা সত্ত্বেও অনেকে অবহেলিত থাকেন, ভালো কাজ করেও কেউ কেউ থেকে যান আড়ালে। এসব দেখে মনে হয় ভাগ্যদেবতার আশীর্বাদ না থাকলে ভালো কাজের কদর পাওয়া যায় না। সে ভাগ্য নোরা ফাতেহির আছে। কেননা আইটেম গানে তিনি কোমর দুলালেই সিনেমা হিট হয়ে যায়।

সম সাময়িক প্রতিষ্ঠিত নারীদের অনেকেই নারীবাদের আদর্শে বিশ্বাসী। সবসময় ভাবেন পুরুষরা নারীদের পদে পদে প্রতিবন্ধকতকা তৈরি করে। তবে সাবলম্বী নারী হয়েও এই ধারণা পোষণ করেন না নোরা। তিনি মনে করেন নারীবাদ সমাজকে ধ্বংস করে।

নোরা ফাতেহি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, এই ধারণায় আমার দরকার নেই। নারীবাদ শব্দটা আসলে একটা সি…। এটা একটা ঢেউয়ের মতো প্রবাহিত হচ্ছে। এতে আমি বিশ্বাস করি না। আসলে আমি মনে করি, নারীবাদ আসলে আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। পাশ্চাত্য-প্রাচ্যের সামাজিক ধ্যান-ধারণার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এখানে নারীবাদের নামে বলা হচ্ছে, পুরুষরা আসলে মেয়েদের স্বাধীনতায় বাধা, পুরুষরা খারাপ, বিয়ে কোরো না, সন্তানের জন্ম দিও না, এগুলো সব পুরনো ধ্যান-ধারণা, এইসব…। এগুলো আখেরে সমাজের ক্ষতিই করছে, পারিবারিক বন্ধন নষ্ট করছে।

নোরা আরও বলেন, পুরুষরা খাবার সরবরাহকারী, উপার্জনকারী এবং মহিলা লালনপালনকারী, এতে খারাপ কী আছে! আমার তো খারাপ মনে হয় না! নারীবাদকে যেভাবে তুলে ধরা হচ্ছে, সেটা ঠিক নয়। আমি মনে করি, নারীরা লালন-পালনকারী, হ্যাঁ তবে তাদেরও কাজ করা উচিত এবং তাদেরও নিজস্ব জীবন থাকা উচিত এবং স্বাধীন হওয়া উচিত। তবে সেটাকে নারীবাদের নামে যেভাবে তুলে ধরা হচ্ছে, সেটা ঠিক নয়।

সম্প্রতি মুক্তি পেয়েছে নোরা অভিনীত ‘মাদগাঁও এক্সপ্রেস’। এটি পরিচালনা করেছেন কুণাল খেমু। ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দিব্যেন্দু, প্রতীক গান্ধী এবং অবিনাশ তিওয়ারি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে