বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

পায়েল এখনো একা, বিয়ে আর লিভ-ইন তার কাছে সমান

যাযাদি ডেস্ক
  ৩১ মে ২০২৪, ১২:২৮
পায়েল এখনো একা, বিয়ে আর লিভ-ইন তার কাছে সমান
-ফাইল ছবি

অনেকের কথা শুনতে হয় তাকে। বয়স তো ৪০ পার হলো বিয়ে করবে কবে? এসব কথা কথা শুনতে শুনতে পায়েলের কেটে যাচ্ছে সময়। তবে তার একটাই উত্তর বিয়ে আর লিভ-ইন আমার কাছে সমান। অতএব...

জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের টালিউড অভিনেত্রী পায়েল সরকারের সমবয়সী অধিকাংশ নায়িকাই বিয়ে করেছেন। তবে ৪০ বছর বয়সী পায়েল এখনো একা।

তবে কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে, বিয়ে করে বিদেশে চলে যাচ্ছেন পায়েল। বিশেষ করে যুক্তরাষ্ট্র ঘুরে আসার পর এই গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিন্তু বিষয়টি অস্বীকার করে মুখ খুললেন পায়েল।

ভারতীয় একটি গণমাধ্যমে পায়েল বলেন, ‘এখনো বিয়ের ইচ্ছে হয়নি। শুনেছি, অনেকে আমাকে ‘লিভ ইনেও’ পাঠিয়েছেন। সবাইকে বলছি, বিয়ে বা লিভ-ইন আমার কাছে আলাদা কিছু না। আপনাদের ধৈর্য ধরতে হবে। সবকিছু সময় মতো জানতে পারবেন।

পায়েল নিজেই খোলসা করলেন, তাকে নিয়ে রটা এই খবরের পিছনে ঠিক কী আছে। নিউ ইয়র্কে বাংলা চলচ্চিত্র উৎসব ছিল। সেখানে রেশমি মিত্র পরিচালিত ‘বড়বাবু’র প্রিমিয়ারে গিয়েছিলেন তিনি। সেই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন পায়েল। সেখান থেকে সেরা অভিনেত্রী পুরস্কারও পেয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার পাশা পাশি ওই দেশে বসবাস করা আত্মীয়, বন্ধুদের সঙ্গেও দেখা করেন। সব মিলিয়ে অনেকদিন ধরেই ছিলেন দেশছাড়া। যা থেকে শুরু বিয়ে করার রটনা। তবে বিয়ে করার পরিকল্পনা যে রয়েছে, তা স্পষ্ট করলেন না পায়েল। তবে কোনো বিদেশি প্রেমিককে বিয়ে করবেন না। কলকাতা ত্যাগ করার কোনো পরিকল্পনাও তার নেই।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে