টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি’র ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় নকল সরবরাহ করার অভিযোগে মৃদুল হাসান নামে এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে।
কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষা চলাকালীন সময়ে তিনি কেন্দ্রের আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করছিলেন। এ সময় পরীক্ষা কেন্দ্রের ভেতরে ওই যুবককে ঘুরতে দেখে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীকে আটক করতে নির্দেশ দেন। তাকে আটক করার পর দেহ তল্লাসি করে নকলের কাগজপত্র পাওয়া যায়। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাগ্রহণ করা হবে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, অভিযুক্ত মৃদুল হাসান থানা হেফাজতে রয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ঘটনার পরপরই কালিহাতী উপজেলা বিএনপির নেতারা বলেন, ছাত্রদলের কেউ যদি অপরাধে জড়িত থাকে, সেটি তার ব্যক্তিগত দায়। দল কখনোই এমন অপকর্মের দায়ভার নেবে না।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো জানান, কালিহাতীতে দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধের সঙ্গে জড়িত হলে বিএনপি তার দায় নেবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে। অভিযোগের ভিত্তিতে ওই ছেলেকে ইতোমধ্যে জেলা ছাত্রদল থেকে শো’কজ করা হয়েছে। নির্দোষ প্রমাণিত না হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।