বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ প্রথম অতিথি তানজিন তিশা

বিনোদন ডেস্ক
  ০৩ জুলাই ২০২৫, ১৪:৪০
আপডেট  : ০৩ জুলাই ২০২৫, ১৫:৪৩
‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ প্রথম অতিথি তানজিন তিশা
নায়ক জায়েদ খান

ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। বর্তমানে তিনি নিউইয়র্কে বসবাস করছেন।

সেখানে নতুন এক অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছেন তিনি। নিউইয়র্ক থেকে প্রকাশিত গণমাধ্যম ঠিকানা-টিভিতে টক শো নিয়ে হাজির হচ্ছেন। যার শিরোনাম ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’।

এই অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে জায়েদ খান নিয়মিত থাকছেন। প্রতি শুক্রবার রাতে দর্শকদের সামনে নতুন নতুন অতিথি নিয়ে হাজির হবেন তিনি। যা শুধু ঠিকানা টিভি-তে দেখা যাবে।

স্বদেশ ও প্রবাসী দর্শকদের কথা মাথায় রেখে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। থাকছে তারকাদের একান্ত সাক্ষাৎকার, প্রবাস জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প, সামাজিক বাস্তবতা, এবং নতুন প্রজন্মের উদ্ভাবনী ভাবনার স্পর্শ।

শুক্রবার (৪ জুলাই) থেকে শুরু হওয়া ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-অনুষ্ঠানে জায়েদের অতিথির চেয়ারে দেখা যাবে ছোট পর্দার বড় তারকা অভিনেত্রী তানজিন তিশাকে।

নিজের নতুন এই অভিজ্ঞতা নিয়ে নিউইয়র্ক থেকে জায়েদ খান বলেন, ‘এতদিন আমি অতিথির চেয়ারে বসে উপস্থাপকের প্রশ্নের উত্তর দিতাম। এবার আমি উপস্থাপক হয়ে আসছি। আমার প্রথম অতিথি হয়ে থাকছেন তানজিন তিশা।

আশা করছি অনুষ্ঠানটি সবার কাছে ভালো লাগবে।’ প্রথম পর্ব প্রচারিত হবে ৪ জুলাই, বাংলাদেশ সময় রাত ৮টায়, শুধুমাত্র ঠিকানা টিভিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে