জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা UNRWA গাজায় খাদ্য সহায়তা বিতরণে জাতিসংঘকেই দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছে। তারা বলেছে, বর্তমান মার্কিন ও ইসরায়েল সমর্থিত ত্রাণ বিতরণ ব্যবস্থায় ফিলিস্তিনিদের ওপর সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটছে, যা গভীর উদ্বেগের বিষয়।
সহিংস বিতরণ ব্যবস্থার তদন্ত দাবি: UNRWA এক X (সাবেক টুইটার) পোস্টে জানায়, গাজায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে অনেক ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এ ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে সংস্থাটি।
তাদের মতে, এই সহিংসতা ঘটে বর্তমান বিতরণ ব্যবস্থায় যেখানে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানির নিয়োজিত সশস্ত্র প্রাইভেট নিরাপত্তা বাহিনী কাজ করছে। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামের একটি সংস্থা গাজায় এই বিতরণ পরিচালনা করছে।
পুরোনো UN ব্যবস্থার তুলনায় এখনকার চিত্র
পূর্বে, জাতিসংঘের নেতৃত্বাধীন ত্রাণ ব্যবস্থার অধীনে গাজা জুড়ে ৪০০টি বিতরণ কেন্দ্র সক্রিয় ছিল। বর্তমানে, Gaza Humanitarian Foundation পরিচালিত নতুন ব্যবস্থায় মাত্র ৪টি "মেগা-সাইট" রয়েছে। এর মধ্যে ৩টি দক্ষিণে ও ১টি কেন্দ্রীয় গাজায়। উত্তর গাজায় কোনো কেন্দ্রই নেই, যেখানে পরিস্থিতি সবচেয়ে মারাত্মক ও জরুরিUNRWA স্পষ্টভাবে বলেছে, ‘জাতিসংঘকেই কাজ করতে দিন।’
গাজায় চলমান সংঘাতের কারণে লক্ষ লক্ষ মানুষ খাদ্য, পানি, চিকিৎসা ও আশ্রয়ের সংকটে রয়েছে। উত্তর গাজা সবচেয়ে ক্ষতিগ্রস্ত, অথচ সেখানেই ত্রাণ প্রবেশ প্রায় সম্পূর্ণ বন্ধ।