শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাওয়া গেলো ৪ হাজার বছরের পুরাতন উট পাখির ডিম

যাযাদি ডেস্ক
  ১৩ জানুয়ারি ২০২৩, ১৬:১০

৪ হাজার বছরের বেশি সময়ের পুরাতন একটি উট পাখির ডিম পাওয়া গেছে ইসরায়েলে। ডিমগুলো প্রাচীন আমলের আগুনের চুল্লির পাশে পাওয়া গেছে। খবর সিএনএন’র।

নেগেভ অঞ্চলের নিতজানা এলাকায় মরু অঞ্চলের যাযাবরদের ব্যবহৃত প্রাগৈতিহাসিক ক্যাম্প সাইটে বালির তলে চাপা পড়া অবস্থায় ডিমগুলো পাওয়া গেছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রত্নতত্ত্ব কর্তৃপক্ষ।

আর্কিওলজিস্ট লরেন ডেভিস বলেন, প্রত্নতাত্ত্বিকরা পাথরের হাতিয়ার এবং মাটির পাত্রের টুকরো খুঁজে পেয়েছেন। তবে সেখানে পাওয়া ডিমগুলো সত্যিই বিশেষ আবিষ্কার।

উল্লেখ্য, ১৯ শতক পর্যন্ত বন্য উটপাখি ওই এলাকায় বিচরণ করতো।

যাযাদি/ সোহেল

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে