সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০
walton

বুধবার সকালে ‘মোখা’য় রূপ নিতে পারে ঘূর্ণিঝড়

যাযাদি ডেস্ক
  ০৯ মে ২০২৩, ১২:০৫

গত কয়েকদিন ধরে আবহাওয়াবিদদের আলোচনার বিষয় নতুন ঘূর্ণিঝড় ‘মোখা’ । বলা হচ্ছে এটি যে কোনো সময় বাংলাদেশের ভোলা ও চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। এই আশঙ্কার কারণে ইতোমধ্যে সতর্কতা অবলম্বন করা হয়েছে। নেয়া হয়েছে প্রস্তুতি।

জানা যায়, গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। ফলে ক্রমেই এটি আরও শক্তিশালী হয়ে কাল বুধবার (১০ মে) ঘূর্ণিঝড় ‘মোখা’য় রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এদিকে সোমবার (৮ মে) মধ্যরাতে সর্বশেষ পরিস্থিতিতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে গত সোমবার মধ্যরাতে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে বলে জানান তারা।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে