শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৩ জুলাই ২০২২, ০০:০০

ঢাবিতে কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত

ম ক্যাম্পাস ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ অর্থবছরের অভ্যন্তরীণ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ১৮ জুলাই এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে সব অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও অফিস প্রধানরা পৃথক পৃথকভাবে এ চুক্তিতে স্বাক্ষর করেন। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডক্টর মুহাম্মদ সামাদ এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার স্বাগত বক্তব্য দেন। ডেপুটি রেজিস্ট্রার রাজিব মাহমুদ শামিম পারভেজ অনুষ্ঠান সঞ্চালন করেন। উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আখতারুজ্জামান বলেন, অভ্যন্তরীণ বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনেও এ চুক্তি সহায়ক ভূমিকা পালন করবে।

এআইইউবি শিক্ষার্থীদের রোবোট্রনিক্স চ্যাম্পিয়নশিপ অর্জন

ম ক্যাম্পাস ডেস্ক

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ'র (এআইইউবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মো. মমিনুল ইসলাম এবং কানিজ মহোসিনা তাবাসসুম রোবোট্রনিক্স ২.০-এর রোবো রেসলিং চ্যাম্পিয়নশিপ অর্জন করেছেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ গত ২৯-৩০ জুন রোবোট্রনিক্স ২.০ আয়োজন করে। শিক্ষার্থীদের অংশগ্রহণে রোবোট্রনিক্সের এই পর্বে রোবট সম্পর্কিত রোবো রেসলিং, মাড রোভার, স্পিড ব্যাটেল, পোস্টার উপস্থাপনা, প্রোজেক্ট শোকেসিংসহ আরও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কর্মদক্ষতা বিকাশে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এআইইউবি'র ইইই বিভাগের শিক্ষার্থীরা তাদের রোবট দিয়ে রোবো রেসলিং বিভাগে চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ক্রেস্ট, পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে