রক্তের সন্ধানে ওরা...পারিবারিকভাবে রক্তের সম্পর্কের বাইরেও আরেকভাবে রক্তের সম্পর্ক হয়। সেটি হলো রক্তদানের মাধ্যমে। আর এই সেতুবন্ধন করে দেয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের রক্তদান বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিমা। কারও রক্ত প্রয়োজন হলে রক্তিমাকে জানানোর সঙ্গে সঙ্গেই দায়িত্ব যেন নিজের কাঁধে তুলে নেয়। ফোনে বা যে কোনো মাধ্যমে জানানোর সঙ্গে সঙ্গে রক্তের খোঁজে উতলা হয়ে ওঠে। রক্ত না পাওয়া পর্যন্ত যেন শান্তি নেই রক্তিমার সদস্যদের মনে। ফলে রক্তগ্রহীতাদের সঙ্গে তাদের এক অন্যরকম সখ্যতা গড়ে উঠেছে।