শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

গাজীপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খোন্দকার শহীদুল হক
  ০২ মার্চ ২০২৪, ০০:০০
গাজীপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম গাজীপুরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা অনুষ্ঠানে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু উপস্থিত থেকে বিচারকের দায়িত্ব পালন করেন। চিত্রাঙ্কন অনুষ্ঠান পরিচালনা করেন ফ্রেন্ডস ফোরামের সদস্য মো. ওমর ফারুক জিতু, মো. শাহিন ইসলাম ও ডা. সাদিয়া সুলতানা। পুরস্কার বিতরণ করেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম, গাজীপুরের আহ্বায়ক ডা. খোন্দকার শাহিদুল হক, যুগ্ম আহ্বায়ক কফিল মাহমুদ ও সদস্য ডা. সাদিয়া সুলতানা প্রমুখ। প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন ইছলাহুল উম্মাহ মাদ্রাসার ৪র্থ শ্রেণির বায়েজিদ, ২য় স্থান অর্জন করেন মদিনাতুল উলুম মাদ্রাসার ৪র্থ শ্রেণির মারিয়া ও ৩য় স্থান অর্জন করেন জারা মাহজাবিন খান। অন্যান্য অংশগ্রহণকারীদের সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।

আহ্বায়ক, ফ্রেন্ডস ফোরাম, গাজীপুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে