শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

বেলজিয়ামে যৌনকর্মীদের সরকারি পেনশন সংক্রান্ত আইন পাস

আইন ও বিচার ডেস্ক
  ১৪ মে ২০২৪, ০০:০০
বেলজিয়ামে যৌনকর্মীদের সরকারি পেনশন সংক্রান্ত আইন পাস

স্বেচ্ছায় যৌনকর্ম করা কোনো অপরাধ নয়- বছর দুয়েক আগেই এমন স্বীকৃতি দেওয়া হয়েছিল। এবার রীতিমতো পার্লামেন্টে আইন পাস করে যৌনকর্মীদের দেওয়া হচ্ছে যুগান্তকারী কিছু সুযোগ-সুবিধা। অনুমোদন হওয়া এসংক্রান্ত আইনে বলা হয়েছে, একটা নির্দিষ্ট সময় পর যৌনকর্মীরা সরকারি চাকরিজীবীদের মতো পেনশন পাবেন সরকারের পক্ষ থেকে।

শুধু পেনশন নয়, প্রত্যেক যৌনকর্মীর থাকবে স্বাস্থ্যবিষয়ক ইন্সু্যরেন্স। যার আওতায় অসুস্থ হয়ে পড়লে তারা বিনামূল্যে চিকিৎসা পাবেন। এ ছাড়া বেকারত্ব ভাতা পাবেন তারা। যৌনকর্মে নামার পর কাজ না পেলে সরকার অর্থ প্রদান করবে। থাকছে পারিবারিক ভাতাও। নতুন আইন অনুযায়ী মাতৃত্বকালীন ছুটিও পাবেন যৌনকর্মীরা।

টেলিগ্রাফের রিপোর্টে বলা হয়েছে, বিশ্বে প্রথমবারের মতো যৌনকর্মীদের এমন সুযোগ-সুবিধা দিয়ে একটি আইন অনুমোদন করেছেন বেলজিয়ামের পার্লামেন্ট। সম্প্রতি দেশটির পার্লামেন্টে এই আইনের ওপর দীর্ঘ আলোচনা হয়। এরপর আইনটির পক্ষে পড়েছে ৯৩ ভোট। বিরুদ্ধে একটি ভোটও পড়েনি। তবে ভোটদানে বিরত ছিলেন ৩৩ জন পার্লামেন্ট সদস্য।

এর আগে ২০২২ সালে স্বেচ্ছায় যৌনকর্মকে অপরাধ নয় বলে স্বীকৃতি দেয় বেলজিয়াম। ইউরোপের মধ্যে এমন অবস্থান নেওয়া প্রথম দেশ তারা। সেই স্বীকৃতির পর এবার যৌনকর্মীদের ব্যাপক সুযোগ-সুবিধা দেওয়ার ঘোষণা দিল বেলজিয়াম।

আলোচিত এই আইনে যৌনকর্মীদের বেশকিছু অধিকারও দেওয়া হয়েছে। খদ্দেরের অধীনে চলে যাওয়ার পরও যৌনকর্মে অস্বীকৃতি জানাতে পারবেন। শাস্তির ভয় ছাড়াই যে কোনো সময় যৌনকর্মে বিঘ্ন ঘটানোর অধিকার পাবেন যৌনকর্মীরা। যে কোনো সময় কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই চুক্তি ভঙ্গ করতে পারবেন। এতে তারা বেকরত্ব ভাতার অধিকার থেকে বঞ্চিত হবেন না।

যৌনকর্মীরা যাতে অন্য কাজে যোগ দিতে পারেন, সেটা নিশ্চিত করতে তাদের পরিচয় সুরক্ষিত রাখতে হবে। আইনে আরও বলা হয়েছে, যৌনকর্মী যদি ৬ মাসের মধ্যে কোনো খদ্দেরকে ১০ বারের বেশি প্রত্যাখ্যান করেন, তাহলে তাকে নিয়োগকারী এ ব্যাপারে সরকারের সহায়তা চাইতে পারেন। কিন্তু তাকে বরখাস্ত করতে পারবেন না।

আইনটিতে আরও বলা হয়েছে, যে কক্ষে যৌন সম্পর্ক স্থাপন করা হয়, সেখানে যৌনকর্মীর জন্য একটি এলার্ম বাটন থাকবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই ব্যবস্থা রাখা হবে।

পর্নোগ্রাফিক অভিনেতা, অভিনেত্রী, কোনো স্ট্রিপার বা ওয়েবক্যাম পারফরমারের জন্য এই আইন প্রযোজ্য নয়। বেলজিয়ামে যৌনকর্মীদের বেশ কিছু ইউনিয়ন নতুন এই আইনকে স্বাগত জানিয়েছে। তারা বলছে, আইনটির কারণে যৌনকর্মীরা সুরক্ষিত থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে